ঢাকাশনিবার , ১৮ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মা.দক সম্রাট মান্না সুমন আটক

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ১৮, ২০২৫ ১:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর কুখ্যাত মাদক সম্রাট সুমন হাওলাদার ওরফে মান্না সুমনকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে নগরীর ৫ নং ওয়ার্ডস্থ পলাশপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মান্না সুমন নগরীর মোহাম্মদপুর গাজীরটেক এলাকার নুর ইসলাম হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়- বরিশাল নগরীর ৫ নং ওয়ার্ডস্থ মোহাম্মদপুর এলাকায় বসবাস করে দীর্ঘদিন ধরে মাদকের রাজত্ব কায়েম করছিলেন মান্না সুমন-শিল্পী দম্পতি। বৃহস্পতিবার রাতে কাউনিয়া থানার এসআই মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক টিম তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পলাশপুর এলাকায়ে অভিযান চালিয়ে মাদক সম্রাট মান্না সুমনকে গ্রেফতার করে। ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মান্না সুমন দীর্ঘদিন ধরে লাপাত্তা ছিল। এছাড়াও তার নামে কাউনিয়া থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশ আরও জানায়- গাঁজা ইয়াবাসহ মাদকের বড় বড় চালান দেশের বিভিন্ন জায়গা থেকে এনে বরিশাল নগরীসহ পাশ্ববর্তী জেলাসমূহে খুচরা ও পাইকারি বিক্রি করতেন বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন মান্না সুমন।

বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত বলেন- ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মান্না সুমনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’