ঢাকামঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে অ*জ্ঞাত যুবকের লা*শ উ*দ্ধার 

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: পটুয়াখালীতে অ*জ্ঞাত যুবকের লা*শ উ*দ্ধার

পটুয়াখালীর গলাচিপায় অজ্ঞাত (৩৫) যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার রাবনাবাদ নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে।

সূত্র জানায়, মঙ্গলবার সকালে স্থানীয় জেলেরা রাবনাবাদ নদীতে একটি লাশ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। লাশের গায়ে ছিল হাফ হাতার খয়েরি রঙের টি শার্ট ও চেক লুঙ্গি।

গলাচিপা থানা অফিসার ইনচার্জ মো: আসাদুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। পরিচয় পাওয়ার জন্য সিআইডির সহযোগিতা নেয়া হবে।