ঢাকাবুধবার , ১২ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে বিএনপি-জামায়েতপন্থী আইনজীবীদের সং*ঘ*র্ষ

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ১২, ২০২৫ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: পটুয়াখালীতে আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে বিএনপি-জামায়েতপন্থী আইনজীবীদের সং*ঘ*র্ষ

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনের মনোনয়ন পত্র দাখিল করাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়েতপন্থী আইনজীবীদের মধ্যে সংঘর্ষে বর্তমান কমিটিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে নির্বাচিত পট পরিবর্তনের পরে নিজেকে জামায়েত নেতা হিসেবে ঘোষিত নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটার(পিপি) এডভোকেট রুহুল আমিন সহ আইনজীবী ফোরামের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান আহত হয়েছেন। এডভোকেট রুহুল আমিন পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এঘটনা ঘটে।

জানা গেছে, আগামী ২৭ ফেব্রুয়ারী জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৫ ঘোষনা করেছে নির্বাচন কমিশন।আজ মঙ্গলবার সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ৯ টি পদে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ সময় ছিল।এ সময় জেলা জামায়েতপন্থী আইনজীবীরা বহিরাগত সহ ভিতরে প্রবেশ করলে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠে। বিএনপি পন্থী আইনজীবীরা জামায়েতকে ৬টি পদে মনোনয়ন পত্র নিতে কোন বাধা দেননি। কিন্তু সাধারন সম্পাদক পদে আওয়ামীলীগ সমর্থিত এ্যাডভোকেট মহিউদ্দিনের জন্য কতিপয় বহিরাগত সহ আহত রুহুল আমীন মনোনয়নপত্র কিনতে গেলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।এ সংঘর্ষে রুহুল আমীন সহ এ্যাডভোকেট মহিউদ্দিন এবং আইনজীবী ফোরামের এ্যাডভোকেট মিজানুর রহমান আহত হন।

জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফেরামের সাধারন সম্পাদক এ্যাডভোকেট শরীফ মো: সালাউদ্দিন বলেন,আজ জামায়েতরে আমীর এ্যাডভোকেট নাজমুল আহসান মনোনয়ন পত্র কিনতে এসে ৬ টি মনোনয়ন ফরম কিনে চলে যান।পরবর্তীতে আইনজীবী ফোরামের সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে নির্বাচীত বর্তমান কমিটির লাইব্রেরী সম্পাদক এ্যাডভোকেট রুহুল আমীন পট পরিবর্তনের পরে নিজেকে জামায়েত নেতা হিসেবে ঘোষনা দিয়ে ইতোমধ্যে নিজেকে বিতর্কিত করেছেন তিনি আওয়ামী সমর্থিত আইনজীবী ও বহিরাগতদের নিয়ে মনোনয়ন পত্র কিনতে গেলে বিএনপি পন্থী আইনজীবীরা তাদেরকে ফ্যাসিষ্ট বললে উক্ত রুহুল আমীন ও তার সাথে থাকা আওয়ামী সমর্থিত আইনজীবী ও বহিরাগতরা বিএনপি পন্থী আইনজীবীদের উপর হামলা চালায়।তিনি আরোও জানান,জামায়েতের আমীর তার দলের সাধারন সম্পাদক প্রার্থী আওয়ামীলীগ এনিয়ে মতবিরোধ হওয়ায় তিনি ঐ পদে কোন ফরম জমা না দিয়ে চলে যান।

এ বিষয়ে জেলা জামায়েতের আমীর এ্যাডভোকেট নাজমুল আহসান বলেন, বিএনপি পন্থী আইনজীবীরা ৬ টি মনোনয়ন পত্র সাবমিট করতে দিয়েছেন। তিনি বলেন বিএনপি পন্থীরা সাধারন সম্পাদক পদে আমরা যাকে মনোনয়ন দিয়েছি তাকে আওয়ামীপন্থী বলে দাবী করেন।এ নিয়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয় ,এতে রুহুল আমীন আহত হয়েছেন। রুহুল আমীন একসময় বিএনপি করতো এটা তিনি স্বীকার করেন।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা আইনজীবী সমিতি-২০২৫ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. মোহসীন উদ্দিন বলেন,‘ জেলা জামায়াতের আমির নিজে উপস্থিত থেকে মনোনয়ন দাখিল করে গিয়েছেন। এবং তাদের উপর হামলার ঘটনায় আমার কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি ।