
নিজস্ব প্রতিবেদক :: শিক্ষকের উপর পুলিশের লাঠি চার্জের প্রতিবাদে ২৭ ফেব্রুয়ারি সারা দেশে এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্ম বিরতি।
শিক্ষকের উপর পুলিশের লাঠি চার্জের প্রতিবাদে আগামী বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সারা দেশের ৩১ হাজার এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্ম বিরতির কর্মসূচি দেয়া হবে । আমার দেশকে এমনটিই জানিয়েছে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সংশ্লিষ্ট সূত্র।
সূত্র জানায়, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ বিভিন্ন দাবিতে প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচির ১৪ তম দিনে আজ মঙ্গলবার সচিবালয় অভিমুখে লং মার্চ করে তারা। পরবর্তীতে শিক্ষা ভবনের সামনে গেলে পুলিশ ছত্রভঙ্গ করতে তাদের উপর লাঠিচার্জ করে। এতে করে মেহেদেী হাসান নামে এক শিক্ষক গুরুতর আহত হয়েছেন। এসময় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এর সদস্য সচিব দেলাওয়ার হোসেন আজিজী সহ আরেক শিক্ষককে পুলিশ আটক করলেও পরবর্তীতে নেতা কর্মীরা ছাড়িয়ে নিয়ে আসেন।
এবিষয়ে জানতে চাইলে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এর সদস্য সচিব আমার দেশ-কে বলেন, হ্যা আমরা বৃহস্পতিবার সারা দেশের ৩১ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে একদিনের কর্মবিরতি পালন করার ঘোষণা দিব।
এসময় তিনি বলেন, আমাদের শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলনে পুলিশ অন্যায়ভাবে লাঠিচার্জ করে সহকর্মীদের যেভাবে আহত করেছে এর প্রতিবাদে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি।
তাদের দাবিগুলো হলো: এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা, সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা নিশ্চিত করা।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি আন্দোলনরত শিক্ষকদের শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রায় বাধা দেয় পুলিশ। এর পর আট সদস্যের প্রতিনিধিদল আলোচনা জন্য সচিবালয়ে যান। পরে তারা ঘোষণা দেন প্রতীকী অনশনে বসবেন। সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এই নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন।