ঢাকাশুক্রবার , ২১ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানের নির্দেশনায় বরিশালে বিএনপির উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ক্রাইম টাইমস রিপোর্ট
মার্চ ২১, ২০২৫ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: তারেক রহমানের নির্দেশনায় বরিশালে বিএনপির উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

প্রতি বছরের মতো এবারও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বরিশাল মহানগর বিএনপির পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বরিশাল মহানগরের ৩০টি ওয়ার্ডের প্রায় ২ হাজার অসহায় মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সদস্য সচিব (ভারপ্রাপ্ত) আফরোজা খানম নাসরিন।

শুক্রবার (২১ মার্চ) বরিশাল নগরীর সিএন্ডবি রোডস্থ নিজ বাসভবনে এই খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হালিম মৃধা, আবু মুসা কাজল, জহিরুল ইসলাম লিটু, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সদস্য সিরাজুল হক মৃধা, নুরুল ইসলাম পনির, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক খালেক হাওলাদার, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক টিপু নেগাবান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব খালেদুল ইসলাম ইমন, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন তালুকদার, ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সুলতান শরীফ, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান, ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মিঠু, ২২ নম্বর ওয়ার্ড বিএনপির শেখ ফিরোজসহ বিভিন্ন ওয়ার্ডের আহ্বায়ক, সদস্য সচিব এবং ছাত্রদল, যুবদল, শ্রমিকদল ও মহিলা দলের নেতৃবৃন্দ।

 

এবিষয়ে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন বলেন, “বিএনপি সবসময় জনগণের পাশে থাকে এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় আমরা অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এই খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের মাধ্যমে আমরা তাদের কিছুটা সহায়তা করতে পেরে আনন্দিত।”

 

তিনি আরো বলেন, “বর্তমান কঠিন পরিস্থিতিতে মানুষ নানা সংকটের মুখোমুখি হচ্ছে। বিএনপি জনগণের দুঃখ-কষ্ট বোঝে এবং সে অনুযায়ী কাজ করে যাচ্ছে। আমরা চাই, সবাই একসঙ্গে থেকে মানুষের পাশে দাঁড়াই।”

এই মানবিক কার্যক্রমের মাধ্যমে বিএনপি অসহায় মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান  আয়োজকরা।