ঢাকাশুক্রবার , ২১ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মহফিল অনুষ্ঠিত

ক্রাইম টাইমস রিপোর্ট
মার্চ ২১, ২০২৫ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: পিরোজপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মহফিল অনুষ্ঠিত।

 

পিরোজপুর প্রেসক্লাবের উদ্যোগে ২০ মার্চ ( বৃহস্পতিবার) সন্ধ্যায় প্রেসক্লাবের প্রয়াত সদস্য ড.মঞ্জুর হোসেন , প্রফেসর হোসনেয়ারা সুলতানা, ইমতিয়াজ কবির এর রুহের মাগফিরাত কামনায় প্রেসক্লাব মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ মুকিত হাসান খান।

 

সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রফিকুল ইসলাম, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানাসহ বিভিন্ন শ্রেনী পেশার সম্মানিত ব্যক্তিবর্গ।