ঢাকাশুক্রবার , ২১ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে বাসের সঙ্গে মোটরসাইকেলের সং*ঘ*র্ষে  নি*হ*ত, ১

ক্রাইম টাইমস রিপোর্ট
মার্চ ২১, ২০২৫ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে বাসের সঙ্গে মোটরসাইকেলের সং*ঘ*র্ষে  নি*হ*ত, ১।

 

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ সজীব (২৩) নামে এক যুবক মারা গেছেন। এ ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী আনন্দ (৩৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২১ মার্চ) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন শিকদার।

 

স্থানীয়রা জানান, ঢাকা থেকে বরিশালের বরগুনার উদ্দেশে যাত্রী নিয়ে যাচ্ছিল মোড়ল এক্সপ্রেস ((ঢাকা মেট্রো ১২-৩২৭৪) নামে যাত্রীবাহী বাস। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি গুরুতর আহত হলে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন হাসপাতালের চিকিৎসক সজীবকে মৃত ঘোষণা করেন।

এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন শিকদার বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়েছে। এ ঘটনায় আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।