ঢাকামঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ঈদযাত্রা নিরাপদ নিশ্চিত করতে  রোড-শো করেছে বিআরটিএ

ক্রাইম টাইমস রিপোর্ট
মার্চ ২৫, ২০২৫ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে যৌথভাবে কাজ করে যাচ্ছে বরিশাল বিআরটিএ, নিরাপদ সড়ক চাই ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অতিরিক্ত ভাড়া ও ফিটনেস বিহীন গাড়ি চলাচল বন্ধসহ সরকারি নির্দেশনা বাস্তবায়নে আজ ২৫ মার্চ দুপুর ১২ টায় নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় রোড শো অনুষ্ঠিত হয়।

 

এছাড়াও যাত্রীদের ভোগান্তি দূর করতে টিকেট কাউন্টারের তালিকা অনুযায়ী ভাড়া আদায় নিশ্চিত করাসহ চালক, যাত্রী ও পথচারীদের মাঝে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন বিভাগীয় পরিচালক মোঃ জিয়াউর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোঃ খালিদ মাহমুদ, নিরাপদ সড়ক চাই (নিসচা) এর বরিশাল জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী, বরিশাল মেট্রোপলিটন পুলিশের টিআই পল্লব কুমার সাহা, বিআরটিএ লাইসেন্স পরিদর্শক সৌরভ কুমার সাহা, পুলিশ সার্জেন্ট মোঃ রানা মিয়া, বাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, বিআরটিসিসহ অন্যান্যরা।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা শেষে প্রধান অতিথি মো: জিয়াউর রহমান বলেন, প্রতিটি পরিবহন কাউন্টারে ভাড়ার তালিকা প্রদর্শন, যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ রাখাসহ দক্ষ চালক নিয়োগ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

এছাড়াও বেপরোয়া গতি, ফিটনেস বিহীন গাড়ি চলাচল বন্ধের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবছর ঈদে কোন অবস্থাতেই লক্কর ঝক্কর গাড়ি চলতে দেয়া হবে না।