
নিজস্ব প্রতিবেদক :: সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বি*রু*দ্ধে গ্রে*ফতারি পরো*য়ানা জারি।
গত বছরের ১৬ জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালে চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র এবং ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
প্রসিকিউশনের করা একটি আবেদন মঞ্জুর করে মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো: গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে এই বিষয়ে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহম্মদ তাজুল ইসলাম।
নওফেল ছাড়াও পরোয়ানা আদেশে চট্টগ্রামের সাবেক সিটি মেয়র আ জ ম নাছির, রেজাউল করিম ও ছাত্রলীগ-যুবলীগের কিছু নেতাকর্মীর নাম রয়েছে বলে শুনানি শেষে এক প্রেস ব্রিফিংয়ে জানান তিনি।
উল্লেখ্য, ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় ছাত্রলীগের সাথে আন্দোলনকারী ছাত্রদের সংঘর্ষে গুলিতে নিহত হন ওয়াসিম আকরাম।
এই ঘটনায় তার মা জোসনা আক্তার গত ১৮ আগস্ট পাঁচলাইশ থানায় মামলা করেন।
মামলায় অভিযোগ করা হয়, আন্দোলন চলাকালে আসামিরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। যার ফলে ওয়াসিম বুকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
সূত্র : বাসস