
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীতে অভিযান চালিয়ে প্রতারণা মামলায় প্রতারক জুম্মান শিকদার ও সাজ্জাদকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ বরিশালে কম্পিউটার সামগ্রী সরবরাহের নামে ভূয়া টেন্ডার ও ওয়ার্ক অর্ডার দেখিয়ে এক ব্যক্তিকে কাজের অংশীদারিত্ব করার নামে তার কাছ থেকে গত তিন মাস আগে ২৫ লক্ষ টাকা নেয় জুম্মান ও সাজ্জাদ এবং তাকে একটি জাল চেক প্রদান করে। তার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ক্যান্টনমেন্টের নাম ব্যবহার করে জালিয়াতি-প্রতারণার ঘটনায় রোববার (১১ মে) দুপুরে নগরীর কাকলির মোড় থেকে অভিযান চালিয়ে ব্যসিক কম্পিউটারের স্বত্বাধিকারী জুম্মান সিকদার এবং জে.কে.এস কম্পিউটারের স্বত্বাধিকারী সাজ্জাদ’কে প্রতারণার ঘটনায় গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, আটককৃত দুইজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, এছাড়াও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ বরিশাল এর ঠিকাদারি কাজের ভুয়া ওয়ার্ক অর্ডার বানিয়ে ঠিকাদার সেজে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর কাজ উঠানোর আশ্বাসে আরেক ভুক্তভোগীর কাছ থেকে জুম্মান ০৫ লক্ষ ২৫ হাজার টাকা এবং সাজ্জাদ ০৫ লক্ষ ২৫ হাজার টাকা ধার নেয়থতার বিপরীতে একটি চেক প্রদান করে। ভুক্তভোগী বরিশাল আদালতে চেক ডিজঅনার মামলা দায়ের করেন। যাহার মামলা সিআর নং ২৩০২/২৪ ও সিআর ২৩০৩/২৪। যাহা বিজ্ঞ আদালতে এখনো চলমান রয়েছে।