
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে শহিদ ১৫ টি পরিবারকে ১০ লাখ টাকা করে সঞ্চয়পত্র তুলে দেন জেলা প্রশাসক।
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে বরিশাল জেলার শহিদ পরিবারের অনুকূলে সঞ্চয়পত্র বিতরণ অনুষ্ঠান গতকাল সোমবার জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ।
সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহিদ পরিবারের অনুকূলে পর্যায়ক্রমে ৩০ লাখ টাকা করে প্রদান করা হবে। তারই ধারাবাহিকতায় বরিশাল জেলার ৩০টি শহিদ পরিবারের মধ্যে ১৫ টি পরিবারের অনুকূলে ১০ লাখ টাকা করে সঞ্চয়পত্র প্রদান করা হয়। গণ-অভ্যুত্থানে শহিদ পরিবারের দায়িত্ব সরকার নিয়েছে। তাঁদের পরিবারকে সহায়তা করার জন্য জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন ও জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হয়েছে। এছাড়া স্ব-স্ব জেলায় জেলা প্রশাসন ও জেলা পুলিশ নিজ উদ্যোগে শহিদ পরিবারকে সহায়তা প্রদান করে যাচ্ছে।
তিনি বলেন, টাকা বা সহযোগিতা করে আপনাদের সন্তান-স্বামী হারানোর ক্ষতি পূরণ করা যাবে না। তারপরও আপনাদেরকে দেওয়া সহায়তা যথাযথ ব্যবহারের অনুরোধ জানাচ্ছি। এসময় তিনি যেকোন প্রয়োজনে শহিদ পরিবারের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজংয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আলাওল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, শহিদ পরিবারের সদস্য, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।