ঢাকাশনিবার , ১২ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আমরা শ*য়তানকে পরা*জিত করব, ঠিক যেমন ফেরাউন ডুবে গিয়েছিল: ইরানি নৌ-প্রধান

ক্রাইম টাইমস রিপোর্ট
এপ্রিল ১২, ২০২৫ ২:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

আন্তর্জাতিক ডেস্ক :: আমরা শ*য়তানকে পরা*জিত করব, ঠিক যেমন ফেরাউন ডুবে গিয়েছিল: ইরানি নৌ-প্রধান

ইরানের নৌ ও প্রতিরক্ষা সক্ষমতা এখন সর্বোচ্চ শক্তিশালী পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন দেশটির নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুরা সমুদ্রে সরাসরি সংঘর্ষ চায়। কিন্তু স্রষ্টার সাহায্যে আমরা শয়তানকে পরাজিত করব এবং ডুবিয়ে দেব, ঠিক যেমন ফেরাউন ডুবে গিয়েছিল

বৃহস্পতিবার বন্দর আব্বাসে নৌবাহিনীর সদস্যদের মাঝে ভাষণ দিতে গিয়ে শাহরাম বলেন, আজ আমাদের শত্রুরাও ইসলামী প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী এবং কৌশলগত নৌবাহিনীকে একটি পরাশক্তি হিসেবে দেখে।

এর আগে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শীর্ষ নৌ কমান্ডার আলিরেজা তাংসিরিও বলেছিলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে আক্রমণ করে, তবে তেহরান পাল্টা আক্রমণ করতে প্রস্তুত। তার মতে, তেহরান যে কোনো শত্রুর বিরুদ্ধে প্রতিশোধ নিতে সক্ষম। এমনকি যদি মেক্সিকো উপসাগরে শত্রুদের তাড়া করতে হয়, তাও করা হবে।

তিনি বলেন, আমাদের সকল শত্রুঘাঁটিতে আঘাত করার ক্ষমতা আছে, তারা যেখানেই থাকুক না কেন…কেউ আমাদের আক্রমণ করে পালাতে পারবে না।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পুনরায় আলোচনা শুরু করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে দুই মাসের সময় বেঁধে দিয়েছেন। তবে ইরান চাপের কাছে নতি স্বীকার করবে না বলে বারবার জানিয়ে আসছে। সবশেষ, দুই পক্ষ একটি পরোক্ষ বৈঠকে বসবে বলে খবর পাওয়া গেছে।