ঢাকাশনিবার , ১২ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের চৈত্র সংক্রান্তি ও নববর্ষের প্রজ্ঞাপন অবিলম্বে প্রত্যাহার করতে হবে, ছারছীনা পীর 

ক্রাইম টাইমস রিপোর্ট
এপ্রিল ১২, ২০২৫ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....
নিজস্ব প্রতিবেদক :: মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের জারিকৃত চৈত্র সংক্রান্তি ও নববর্ষের প্রজ্ঞাপন অবিলম্বে প্রত্যাহার করতে হবে, ছারছীনার পীর।
ছারছীনা দরবার শরীফের গদ্দিনসীন পীর ছাহেব কেবলা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের জারিকৃত চৈত্র সংক্রান্তি ও নববর্ষ সংক্রান্ত প্রজ্ঞাপন অবিলম্বে প্রত্যাহার করতে হবে।আজ ১২ এপ্রিল শনিবার এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে ছারছীনার পীর ছাহেব বলেন- গত ৯ এপ্রিল বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এক প্রজ্ঞাপনে দেশের মাদ্রাসা সমূহে দুইদিনব্যাপী চৈত্র সংক্রান্তি ও নববর্ষ পালনের নির্দেশনা জারী করেছে। এটা শতকরা ৯০% ভাগ মুসলমানদের দেশে খুবই দুঃখজনক। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

যেখানে দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী মুসলমান। তাদের দ্বারা হিন্দুদের পূজা পার্বন করানো ও অমার্জনীয় অপরাধ।

আমি অবিলম্বে এই এ নির্দেশনা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাচ্ছি এবং এটি অবিলম্বে প্রত্যাহার করতে সরকারের আশু সুদৃষ্টি কামনা করছি।