ঢাকাশনিবার , ১২ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

উজিরপুরে মার্সেল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে বিজয়ী, সজিব স্মৃতি একাদশ

ক্রাইম টাইমস রিপোর্ট
এপ্রিল ১২, ২০২৫ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: উজিরপুরে মার্সেল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে বিজয়ী, সজিব স্মৃতি একাদশ

বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হলো মার্সেল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর মহারণ। জয়শ্রী বাসস্ট্যান্ড সংলগ্ন বিসমিল্লাহ শপিং কমপ্লেক্সের পূর্বমাঠে ছিল উপচে পড়া ভিড় ও ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাস।

 

টুর্নামেন্টের আয়োজন করে হৃদয় এন্টারপ্রাইজ – মার্সেল এক্সক্লুসিভ শোরুম। ফাইনালে মুখোমুখি হয় সজিব স্মৃতি একাদশ বনাম জয়শ্রী বাজার একাদশ। প্রতিটি ওভারেই ছিল রোমাঞ্চ, গ্যালারিতে ছিল উদ্দীপনা, আর মাঠজুড়ে ছড়িয়ে ছিল এক উৎসবমুখর পরিবেশ। ফাইনালে বিজয়ী হয় সজিব স্মৃতি একাদশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাইফ মাহমুদ জুয়েল সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদি ছাত্রদল, কেন্দ্রীয় সাংসদ। উদ্ভোধক হিসেবে ছিলেন মোঃ নুরুল ইসলাম রুবেল – হেড অফ সেলস, মার্সেল ব্র্যান্ড। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযুদ্ধা মতিয়ার রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ন আহয়বায়ক লিমন খান, মোঃ মীর কুদ্দুস – পরিচালক, বিসমিল্লাহ শপিং কমপ্লেক্স,
শিকারপুর ইউনিয়ন বিএনপি, সাধারণ সম্পাদক ফারুক মোল্লা, বামরাইল ইউনিয়ন বিএনপি সভাপতি মোন যগলু, শফিকুল ইসলাম হৃদয় – ম্যানেজিং ডিরেক্টর, হৃদয় এন্টারপ্রাইজ, মোঃ শিহাবুল হক – এডিশনাল ডিরেক্টর, মার্সেল ব্র্যান্ড, মোঃ শহিদুল ইসলাম – ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, মার্সেল ব্র্যান্ড। মাহফুজুল আলম রনি, উজিরপুর উপজেলা ছাত্রদল যুগ্ন আহবায়ক তারেক সুজন, রানা মানিক, সবুজ হাওলাদার, আবেদ রনি, মাসুম হাওলাদার, কামরুল তালুকদার।

তাঁদের উপস্থিতি অনুষ্ঠানকে করেছে আরও মর্যাদাপূর্ণ ও উৎসাহব্যঞ্জক। মার্সেল পণ্যের প্রদর্শনী ও ঈদ ক্যাম্পেইন,
আয়োজনস্থলে ছিল মার্সেল ব্র্যান্ডের পণ্যের বিশেষ প্রদর্শনী। দেশীয় প্রযুক্তিতে তৈরি রেফ্রিজারেটর, টেলিভিশন, এসি, ওয়াশিং মেশিনসহ নানা হোম অ্যাপ্লায়েন্স দেখিয়ে দেন ব্র্যান্ড প্রতিনিধিরা।

ঈদ সিজন উপলক্ষে মার্সেল ঘোষণা করেছে আকর্ষণীয় অফার:
“সিজন ২২” ক্যাম্পেইনের অধীনে পণ্য কিনে পাওয়া যাবে ১০ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক, যা স্থানীয় ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

খেলাধুলা, ব্যবসা ও বন্ধন—একসাথে হৃদয় এন্টারপ্রাইজ-এর ব্যবস্থাপনায় আয়োজিত এই টুর্নামেন্ট শুধু ক্রীড়া আয়োজন নয়, বরং এটি ছিল এক সামাজিক মিলনমেলা। খেলাধুলার সঙ্গে ব্যবসার সমন্বয়ে স্থানীয় পর্যায়ে যে ইতিবাচক পরিবেশ গড়ে তোলা যায়, এই আয়োজন তার উৎকৃষ্ট উদাহরণ।

 

ফাইনাল ম্যাচের মাধ্যমে যেমন এক সফল টুর্নামেন্টের পরিসমাপ্তি ঘটেছে, তেমনি স্থানীয় পর্যায়ে সমাজ-সচেতন ব্যবসায়ী ও ব্র্যান্ডদের ভূমিকা নতুনভাবে প্রতিফলিত হয়েছে।

মার্সেল তার “Made in Bangladesh” পরিচয়ে শুধু গৃহস্থালী পণ্য নয়, দেশের ক্রীড়া ও সামাজিক অগ্রগতিরও অংশ হয়ে উঠছে — এই আয়োজন তারই বাস্তব প্রমাণ।