ঢাকাশনিবার , ১৮ নভেম্বর ২০২৩

হরতালের সমর্থনে বিএনপির মশাল মিছিল

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ১৮, ২০২৩ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: হরতালের সমর্থনে কিশোরগঞ্জে বিএনপির মশাল মিছিল।

হরতালের সমর্থনে কিশোরগঞ্জে মশাল মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। শনিবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে পৌরশহরের মোরগমহল এলাকায় এ মিছিল করেন তারা।

জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোশতাক আহমেদ শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কাইসার শহীদ, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রেদোয়ান রহমান ওয়াকিউর, সহ দপ্তর সম্পাদক মনিরুল হাসান জেনি মিছিলে নেতৃত্ব দেন। এ সময় তারা হরতালের সমর্থনে বিভিন্ন স্লোগান ও জনগণকে হরতাল পালনের আহ্বান জানান।

 

এর আগে সন্ধ্যা ৭টার দিকে জেলার কুলিয়ারচর উপজেলার সালুয়ায় হরতালের সমর্থনে মশাল মিছিল করে ইউনিয়ন বিএনপি।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, হরতালের সমর্থনে বিএনপির মশাল মিছিলের কোনো খবর পুলিশের কাছে নেই। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে।