ঢাকাশনিবার , ১৪ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বোর্ড স*ভার সি*দ্ধা*ন্ত ছা ড়াই অধিনায়ক নি*র্বা*চন, যা বললেন মিরাজ

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ১৪, ২০২৫ ১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: শ্রীলংকা সফরে যাওয়ার ঠিক আগের দিন বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দেশের ১৭তম ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদি হাসান মিরাজের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নিয়মানুসারে অধিনায়ক চূড়ান্ত করা হয় বিসিবির বোর্ড সভায়। কিন্তু বোর্ড সভা ছাড়া অধিনায়ক নির্বাচন করায় সমালোচনা হচ্ছে। শুক্রবার শ্রীলংকার উদ্দেশ্যে দেশ ত্যাগের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন ওয়ানডের নতুন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। 

বোর্ড সভার সিদ্ধান্ত ছাড়াই অধিনায়ক নির্বাচন প্রসঙ্গে মিরাজ বলেন, আমি জানি না, বোর্ড কিভাবে সিদ্ধান্ত নিয়েছে। যতটুকু জানি, বোর্ড সভার মাধ্যমেই সিদ্ধান্ত হয়। কেউ একা নিতে পারে না। অনেক সময় পরিস্থিতি তো ঘটে। আমরা সবাই সব সময় সেভাবে মানসিক প্রস্তুতি নিয়ে রাখি।

১২ মাসের জন্য ওয়ানডে অধিনায়ক হওয়ার পর নিজের প্রথম সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, অধিনায়ক বদলালেও ড্রেসিংরুমের পরিবেশে কোনো প্রভাব পড়বে না। 

মাঠে কিভাবে জুনিয়রদের পরামর্শ দেবেন? এমন প্রশ্নের জবাবে মিরাজ বলেন, এখন আমাদের দায়িত্ব নেওয়ার সময় এসেছে। আমরা ঢের আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি গত ৮-৯ বছরে। পারফর্ম করতে হবে, জুনিয়রদের এই পরামর্শ দেব। আমরা যখন প্রথম আসি, বড় ভাইয়েরা আমাদের যেভাবে সাহায্য করেছেন, এখনকার ড্রেসিংরুম সেভাবে ভালো রাখার চেষ্টা করব। একজন ক্রিকেটার যেন অনুভব করে সে একা নয়, তার সঙ্গে সবাই আছে।