
নিজস্ব প্রতিবেদক ::
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ নগরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে এবং যানজটমুক্ত নগরী গড়তে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম পরিচালনা করেছে।
আজ (২৪ জুন, মঙ্গলবার) বিএমপি কমিশনারের নির্দেশনায় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ শরফুদ্দীনের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। নগরীর জেলখানা মোড়, ডাচ-বাংলা মোড়, কাকুলি মোড়, জেলা স্কুল মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়।
উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ শরফুদ্দীন বলেন, “নগরবাসীর চলাচলে স্বস্তি ফেরাতে, অবৈধ পার্কিং, রেজিস্ট্রেশনবিহীন গাড়ি এবং ফুটপাত দখলমুক্ত করতে ট্রাফিক বিভাগের এই অভিযান নিয়মিত চলবে।”
তিনি আরও জানান, যানজট নিরসন, পথচারীদের নির্বিঘ্ন চলাচল এবং শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা প্রয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক বিভাগের টি আই (প্রশাসন) বিদ্যুৎ চন্দ্র দে, অন্যান্য ট্রাফিক কর্মকর্তা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।