
নিউজ ডেস্ক :: বরিশাল নগরীতে আগুন লেগে দুটি দোকান ও দুটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে এক প্রতিবন্ধী ব্যক্তি আহত হয়েছেন। ভুক্তভোগীদের দাবি, এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১২টার দিকে লাকুটিয়া সড়কের সাধুর বটতলা এলাকায় রফিক হাওলাদারের তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। জানা যায়, মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের শহিদুল ইসলামের চায়ের দোকান ও দুটি বসতবাড়িতে।
খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বরিশাল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. লিটন আহম্মেদ বলেন, ‘সংবাদ পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। পাশে খাল থাকায় দ্রুত পাম্পিং করে আগুন নিয়ন্ত্রণে আনি। একটি বসতবাড়ি থেকে আহত অবস্থায় একজন প্রতিবন্ধীকে উদ্ধার করা হয়েছে।’ স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন, ‘হঠাৎ দেখি তেলের দোকানে আগুন জ্বলছে।
এলাকাবাসী মিলে আগুন নেভানোর চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’ চায়ের দোকানদার শহিদুল ইসলাম বলেন, ‘আমার দোকানের পাশে তেলের দোকান ছিল। আগুন দেখে আমি নিজেই পানি দিয়ে নেভানোর চেষ্টা করি। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।’ চোখে পানি আর কণ্ঠে কান্না নিয়ে শহিদুল ইসলামের স্ত্রী বলেন, ‘আমাদের দোকান ও ঘরের প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। মেয়ের বিয়ের জন্য কেনা আসবাবপত্রও ছাই হয়ে গেছে।
এখন আমরা নিঃস্ব। সরকারের কাছে আকুল আবেদন, আমাদের পাশে দাঁড়ান।’ তেলের দোকানদার রফিক হাওলাদারের ভাই পারভেজ হাওলাদার জানান, ‘আমার ভাই ড্রাম থেকে তেল উঠানোর সময় মোটরে আগুন ধরে যায়। আমরা অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারিনি। এ ঘটনায় আমার ভাইও আহত হয়েছেন।’ ঘটনার পরপরই বরিশাল কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আউয়াল ঘটনাস্থলে পৌঁছান। তিনি বলেন, ‘৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করি।’ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার। তিনি বলেন, ‘ঘটনাস্থলে এসে হৃদয়বিদারক পরিস্থিতি দেখেছি। ফায়ার সার্ভিস দ্রুত ব্যবস্থা নিয়েছে। বিএনপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়া হবে।’