
নিউজ ডেস্ক :: নরসিংদীর মাধবদী বাজারের মুড়িপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৪ জুলাই) ভোর ৫টার দিকে মাধবদী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তের মধ্যে তা বাজারের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের নিরলস চেষ্টায় প্রায় ২ ঘণ্টা পর সকাল ৭টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টার দিকে পুরোপুরি নির্বাপন হয়।
স্থানীয় ব্যবসায়ীদের দাবি, অন্তত অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে, যার মধ্যে ১১টি স্বর্ণের দোকান রয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। স্বর্ণের দোকান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা ব্যবসীয়দের। তবে কোন দোকান থেকে এবং কী কারণে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রায়হান আহমেদ বলেছেন, ভোর ৫টার দিকে আগুনের সংবাদ পেয়ে দ্রুতই কাজ শুরু করে মাধবদী ফায়ার সার্ভিস। পরবর্তীতে নরসিংদী ও পলাশের ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট যুক্ত হয়ে সকাল ১০টার দিকে পুরোপুরি নির্বাপন করতে সক্ষম হয়। দুর্ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে ধারনা করা হচ্ছে স্বর্ণের দোকানের শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
তিনি আরও বলেন, যেখানে আগুন লেগেছে তার চারপাশে প্রায় ২ হাজারেরও বেশি দোকান ছিল। আমাদের হিসাব অনুযায়ী ১১টি স্বর্ণের দোকানসহ মোট ৪২টি দোকান পুড়েছে। অন্যান্য দোকানগুলোতে প্লাস্টিক, মুদি, ইলেকট্রনিকসহ নানান পণ্য ছিল। ছোট ছোট দোকানগুলোতে পার্টিশন ছিল বোর্ড বা টিন দিয়ে, তাই আগুন দ্রুত ছড়িয়েছে। ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, এটি তদন্ত সাপেক্ষে বলা যাবে।