
নিজস্ব প্রতিবেদক :: গত দুই দশক ধরে অবৈধভাবে দখলে থাকা বরিশাল জিলা স্কুলের মাঠ অবশেষে দখলমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. হাসিবুল হাসান।
জেলা প্রশাসনের মিডিয়া সেল জানায়- জিলা স্কুলের আওতাধীন ‘পরেশ সাগর মাঠ’ দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান কর্তৃক অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। মাঠের উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন উদ্যোগ নেয় এবং মাঠের চারপাশে গড়ে ওঠা ১৪ থেকে ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।
দখলমুক্ত হওয়ার খবরে জিলা স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন। পরে দুপুরে অভিযানের অগ্রগতি পরিদর্শন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার এবং জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন।
সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রায়হান কাওছার জানান, বরিশাল শহরের অন্যান্য অবৈধ দখল ও অননুমোদিত স্থাপনাগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। একইসাথে, অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।