
বাকেরগঞ্জ প্রতিনিধি :: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নে এক নামাজি বৃদ্ধকে প্রকাশ্যে লাঞ্ছিত ও অপমান করার ঘটনায় স্থানীয় তৌহিদী জনতা ক্ষোভে ফেটে পড়েছে।
৭০ বছর বয়সী মোঃ লাল মিয়া হাওলাদারকে ঝাড়ুপেটা করার পাশাপাশি মাথার টুপি খুলে পলিথিনে রাখা মানুষের মল তার মাথায় ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এমন অমানবিক ঘটনার ভিডিও বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (১ জুলাই) বিকেলে উপজেলার নিয়ামতি ইউনিয়নের পূর্ব কৃষ্ণনগর গ্রামে।
বৃদ্ধ লাল মিয়া হাওলাদার জানান, ঘটনার সূত্রপাত হাসান নগর বাজারের একটি চায়ের দোকানে রাস্তায় বালু ফেলার খরচ নিয়ে আলোচনাকে কেন্দ্র করে। সেখানে স্থানীয় আব্দুর রশিদ হাওলাদারের সঙ্গে তার কথাকাটাকাটি হয়, যা উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় সমাধানও হয়েছিল।
তবে ঘটনার কিছুক্ষণ পর সন্ধ্যা ছয়টার দিকে বাড়ি ফেরার পথে পূর্ব কৃষ্ণনগর এলাকার ওহাব মুসুল্লির বসতবাড়ির সামনে তাকে পথরোধ করে আব্দুর রশিদের পুত্রবধূ রেকসোনা বেগম ও নুরবানু বেগম ঝাড়ুপেটা করেন। একই সময় রেকসোনার ছেলে সাজিম হাওলাদার তার মাথার টুপি খুলে পলিথিনে রাখা মল ও মূত্র ঢেলে দেন বৃদ্ধের মাথায়।
মোঃ লাল মিয়া বলেন, “আমি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি। গোসল ছাড়া কখনও টুপি খুলি না। আমার মাথার টুপি খুলে ওই অবমাননাকর কাজ করা হয়েছে। এ ঘটনায় আমি মানসিকভাবে ভেঙে পড়েছি, লজ্জিত এবং অপমানিত বোধ করছি।”
তিনি জানান, ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তার এবং পরিবারের সম্মানহানি হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
বৃদ্ধ লাল মিয়া হাওলাদার মঙ্গলবার বিকেলে বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, “বৃদ্ধকে নির্যাতন ও তার মাথায় মল ঢেলে দেওয়ার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান।”