ঢাকাশনিবার , ৫ জুলাই ২০২৫

হিজলা-মুলাদী সংযো*গ সেতুর পূর্বপাড় মে*রা*মত করলো ইসলামী যুব আ*ন্দো*লন

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ৫, ২০২৫ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল, ৫ জুলাই ২০২৫ (শনিবার)

হিজলা-মুলাদী সংযোগ সেতুর পূর্বপাড়ের ভাঙা অংশ মেরামত করে প্রশংসনীয় ভূমিকা রাখলো ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মুলাদী পৌর শাখা। আজ শনিবার সংগঠনটির সভাপতি এইচ এম আলমগীর হোসেন-এর নেতৃত্বে এ মেরামত কার্যক্রম পরিচালিত হয়।

স্থানীয়দের সুবিধার্থে এই উদ্যোগ গ্রহণ করা হয়, যা স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

মেরামত কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন:

এফ এম মাইনুল ইসলাম, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুলাদী উপজেলা শাখা

হাফেজ মাওলানা মোঃ ইব্রাহীম খলিল, সাধারণ সম্পাদক, যুব আন্দোলন উপজেলা শাখা

মাস্টার মোঃ আমিনুল ইসলাম, অর্থ সম্পাদক

মাও. মুহাম্মাদ মুহিব্বুল্লাহ ইবনে নুর, সাধারণ সম্পাদক, পৌর শাখা

মোঃ শওকত হোসেন ঢালী, সাংগঠনিক সম্পাদক

এইচ এম সাব্বির হোসেন, সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মুলাদী পৌর শাখা

হাফেজ মোঃ সুলাইমান হোসেন, সেক্রেটারি, ৩নং ওয়ার্ড

অন্যান্য ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ

সভাপতি এইচ এম আলমগীর হোসেন বলেন,

> “আমরা রাজনীতির পাশাপাশি সমাজসেবায় বিশ্বাসী। মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানোই আমাদের মূল দায়িত্ব।”

সংগঠনটি ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশ্বাস দেন তিনি।