ঢাকারবিবার , ৬ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে ৪ শি*ক্ষা*র্থী নি*খোঁ*জ

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ৬, ২০২৫ ১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: কক্সবাজারের রামুতে জুমার নামাজ পড়তে গিয়ে চার শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শুক্রবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার বাইপাস মসজিদে নামাজ পড়তে গিয়ে তারা নিখোঁজ হয়।

নিখোঁজরা হলেন, রামু বাইপাস এলাকার আনসার উল্লাহর ছেলে আবদুল হামিদ ছমির, সৈয়দ উল্লাহর ছেলে সাহেদ সৈয়দ, কাউয়ারখোপ বৈলতলী এলাকার নজরুল ইসলামের ছেলে মোস্তফা কামাল, কলিম উল্লাহর ছেলে উমর ফারুক ইমন।

নিখোঁজ পরিবারের সদস্যরা জানান, তারা জুমার নামাজের জন্য বের হয়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাদের সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় রামু থানায় সাধারণ নিখোঁজ ডায়েরি করা হয়েছে।

রামু থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ বলেন, নিখোঁজদের পরিবার থেকে নিখোঁজ ডায়েরি করা হয়েছে। ইতোমধ্যে নিখোঁজদের পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।