
নিজস্ব প্রতিবেদক :: বরিশালের আগৈলঝাড়ায় প্রবীন প্রতিবন্ধীদের অধিকার ও অন্তভুর্ক্তিকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ বরিশাল আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে এসডিডিবি প্রকল্পের ব্যবস্থাপনায় এই প্রকল্পের অর্থায়নে জার্মান প্রতিনিধি মিসেস টিমি এ্যানালিনার মাঠ পর্যায়ে পরিদর্শন করেন।
এ উপলক্ষে রোববার সকালে উপজেলার গৈলা মডেল ইউনিয়নের এসডিডিবি প্রকল্পের পতিহার ক্লাবে প্রবীন ও প্রতিবন্ধী ইউনিয়ন ফোরাম সভাপতি ইস্তেফান গোমেজের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জার্মান প্রতিনিধি মিসেস টিমি এ্যানালিনার।
এসময় আরও বক্তব্য রাখেন, কারিতাস বাংলাদেশ বরিশাল আঞ্চলিক কার্যালয়ের পরিচালক ফ্রান্সিস বেপারী, এসডিডিবি প্রকল্পের মাঠ কর্মকর্তা পল রায়, সমাজসেবক প্রদীপ রায়, দীপ্তি বিশ্বাস, এসএম শাজাহান, আব্দুল মান্নান, এ্যানিমেটর সুনীল মল্লিক, সহায়িকা লীলা বিশ্বাস, প্রতিবন্ধী ফাহাদ ফকির ও ঝুমা কর প্রমুখ।
প্রধান অতিথি জার্মান প্রতিনিধি মিসেস টিমি এ্যানালিনার বলেন, আমাদের লক্ষ ও উদ্দেশ্য বাংলাদেশের অসহায় প্রবীন প্রতিবন্ধী মানুষের জীবন মান উন্নয়ন করা। আমরা কারিতাসের মাধ্যমে যে অর্থায়ন করে থাকি সেটা সঠিক ভাবে ব্যায় করা হচ্ছে। এবিষয়ে আমাদের সার্বিক সহযোগিতা চলমান থাকবে।