ঢাকাসোমবার , ৭ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হ*ত্যা মাম*লায় আইভী দুই দিনের রি*মা*ন্ডে

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ৭, ২০২৫ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রিকশাচালক তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাঈনুদ্দিন কাদেরের আদালত এ আদেশ দেন।

এ সময় কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল আদালতে ভার্চুয়ালি যুক্ত করা হয় আইভীকে।

বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান কালবেলাকে বলেন, সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা মামলায় আইভীর ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এ সময় তিনি ভার্চুয়ালি কোর্টে হাজির ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন রিকশাচালক তুহিন (৩৬)। এ ঘটনায় নিহতের স্ত্রী আলেয়া আক্তার মীম গত বছর ১৩ সেপ্টেম্বর ৯৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। এ মামলায় আইভী ১১ নম্বর অভিযুক্ত আসামি।