
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল জেলার উজিরপুর উপজেলার ৩৮টি শিক্ষা-প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।
মঙ্গলবার (৮ জুলাই)বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এসএম আলাউদ্দিন, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান টুলু, উপজেলা ছাত্র সমন্বয়ক রিয়াজ রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এসময় অনুষ্ঠানের সভাপতি উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বলেন- মাদকমুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে সকল শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মেতে থাকার আহবান জানান এবং তিনি বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।