ঢাকামঙ্গলবার , ৮ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

অ*প*হ*রনের ১০ দিন পর ঢাকা থেকে হালিমা খাতুন স্কুল ছাত্রী উ*দ্ধা*র

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ৮, ২০২৫ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: অপহরনের ১০ দিন পর ঢাকা সদর ঘাট লালকুঠি এলাকা থেকে বরিশাল নগরীর হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনির শিক্ষার্থী তাজরিনকে উদ্ধার করেছে পুলিশ।

গত ২৯ জুন ঢাকা ডেমরা থেকে নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে সুত্রাপুর থানায় সাধারন ডায়রী করা হয় বলে জানিয়েছেন মেয়ের ফুপাতো ভাই আমিনুল মৃধা।
পরে বিভিন্ন মাধ্যমে খোজ নিয়ে যানতে পারেন বরিশাল নগরীর ২৭ নং ওয়ার্ড ভাংঙ্গার পুল এলাকার মৃধাবাড়ির পাশে আরাফাত নামে এক বখাটে ছেলে তাকে নিয়ে পালিয়ে যায় , এবং আটকে রাখে ,কারো সাথে যোগাযোগ করতে দেয় নি।

কোনো উপায় না পেয়ে এর পর অপহরন মামলা দেয় তাজরিন এর মা , এর পরপরই ওই ছেলের সন্ধানের সুত্রাপুর থানা থেকে একটি গোয়েন্দা পুলিশের অভিযানিক টিম বরিশালে আসে।

তাদের না পেয়ে তথ্য প্রযুক্তির সহায়তায়,মঙ্গবার (৮ জুলাই) ঢাকা সদর ঘাট লালকুঠি এলাকা থেকে তাজরিন উদ্ধার করে পুলিশ।

এদিকে ছেলের পরিবারের পক্ষ থেকে (মা) দাবী করেন তাজরিন ও আরাফাত দুজন দুজনকে ভালোবাসে তারা তাদের সম্পর্কের কারেনেই পালিয়েছে, তবে এখানে যে অপহরন মামলা বা অভিযোগ দেয়া হয়েছে তা সঠিক না ওই মেয়েকে আরাফাত অপহরন করে নাই ওই মেয়ে স্বেচ্ছায় ওর সাথে চলে গিয়েছে।তা না হলে আমার ছেলে ঢাকার কোনো কিছু চিনে না।

এবিষয়ে পরবর্তি আইননাণুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা’ সুত্রাপুর থানার এসআই মো: রাসেল।