ঢাকাবৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় সড়ক দু*র্ঘ*ট*নায় এক ভার*সা*ম্য*হী*ন নারীর মৃ*ত্যু

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ১০, ২০২৫ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় এক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। তার বাড়ি পঞ্চগড় জেলার বোদা উপজেলার বাকপুর গ্রামে। তিনি ওই গ্রামের গিরিশ চন্দ্র বর্মনের মেয়ে সন্ধ্যা রানী বর্মন। গতকাল বৃহস্পতিবার সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, বুধবার সন্ধ্যার পরে আগৈলঝাড়া উপজেলা সদর থেকে রাজিহার হয়ে বাশাইল সড়কের বসুন্ডা এলাকায় পিকাপ গাড়ীর সাথে ধাক্কা লেগে গুরুতর অসুস্থ্য হয়ে সড়কের পাশে পরে থাকে ভারসাম্যহীন এক নারী। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলেও সে কোন ঠিকানা বলতে পারেনি। চিকিৎসারত অবস্থায় বুধবার গভীর রাতে উপজেলা হাসপাতালে সে মারা যায়। প

রে সিআইডি’র মাধ্যমে তার বিভিন্ন পরীক্ষা—নীরিক্ষা করে তার ঠিকানা পাওয়া যায় পঞ্চগড় জেলার বোদা উপজেলার বাকপুর গ্রামে। তিনি ওই গ্রামের গিরিশ চন্দ্র বর্মনের মেয়ে সন্ধ্যা রানী বর্মন। সে আগৈলঝাড়া উপজেলার বাটরা গ্রামের সার্বজনীন মন্দিরের আসে—পাশে ঘোরাঘুরি করতেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শিশির কুমার গাইন জানান, আহত নারী ভারসাম্যহীন হওয়ায় তিনি কোন কিছুই বলতে পারছিলেন না। সড়ক দুর্ঘটনায় তিনি আহত হয়ে হাসপাতালে আসলে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গতকাল বৃহস্পতিবার সকালে আহত নারী সন্ধ্যা রানী বর্মনের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।