
নিউজ ডেস্ক :: শিক্ষার্থীদের জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানের কর্মসূচি নির্ধারণের লক্ষে আয়োজিত মতবিনিময় সভা শিক্ষার্থীদের বর্জনের মধ্য দিয়ে বিতর্কিত হয়ে ওঠে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমের সভাপতিত্বে বুধবার (৯ জুলাই) বিকেল ৪টায় উপাচার্যের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
তবে সভা শুরু হতেই শিক্ষার্থীরা প্রতিবাদস্বরূপ তা বর্জন করে বেরিয়ে আসেন। তাদের অভিযোগ, উক্ত সভায় ফ্যাসিস্ট আওয়ামীপন্থী ও জুলাই আন্দোলনের বিরোধীতাকারী শিক্ষকদের উপস্থিত রাখা হয়েছে, যারা অতীতে ‘একদফার আন্দোলন’ ভাঙতে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাকিব আহমেদ বলেন, “জুলাই আন্দোলনের পক্ষের শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে সভার কথা থাকলেও, আমরা গিয়ে দেখি বিরোধীতাকারীরাই সেখানে বসে আছে।
তাই আমরা সভা বর্জন করি।” সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আশরাফুল মোল্ল্যা বলেন, “যারা একদফার কবর দিতে চেয়েছিল, যারা শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়েছে, তাদের সঙ্গে আমরা জুলাই অভ্যুত্থানের কর্মসূচি পরিকল্পনা করতে পারি না।” পরে উপাচার্য বিকল্প একটি সভা করেন শিক্ষার্থীদের নিয়ে, যেখানে বিভিন্ন বিভাগ থেকে আগত ছাত্ররা ক্ষোভ প্রকাশ করেন।
লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মোকাব্বেল শেখ বলেন, “প্রতিটি বিভাগে ফ্যাসিবাদের দোসররা বসে আছে। তারা চায় না জুলাই আন্দোলন সফল হোক। বিচার না হলে কোনো প্রোগ্রামই সফল হবে না।”
সভায় উপাচার্য ড. তৌফিক আলম শিক্ষার্থীদের কর্মসূচির বিষয়ে সরাসরি প্রস্তাব দিতে অনুরোধ করেন এবং বিতর্কিত প্রসঙ্গে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।