ঢাকারবিবার , ১৩ জুলাই ২০২৫

বরিশাল নগরীর পোর্টরোড সংস্কারের দাবিতে রাস্তায় আনারস রোপণ করে মানববন্ধন

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ১৩, ২০২৫ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর পোর্টরোড সংস্কারের দাবিতে রাস্তায় আনারস রোপণ করে মানববন্ধন।

চলাচলে অযোগ্য বরিশাল নগরীর পোর্টরোড সংস্কারের দাবিতে মানববন্ধন ও রাস্তায় আনারস রোপণ করা হয়েছে। রোববার সকালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ক্ষোভে তারা পোর্টরোডের রাস্তায় আনারস রোপণ করে।

এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসছিল ব্যবসায়ীরা। তবে সংশ্লিষ্টরা এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। ফলে প্রতিনিয়ত নানা ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে। দ্রুত রাস্তাটি সংস্কার করা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

বাংলাদেশ অ্যাগ্রিকালচার মেশিনারি মার্চেন্ট এসোসিয়েশনের আয়োজনে ও বরিশাল পোর্টরোড ফল ও আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান জাকিরের সভাপতিত্বে মানববন্ধনে বিভিন্ন ব্যবসায়ী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।