
নিজস্ব প্রতিবেদক :: পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের দক্ষিণ সন্নাস্যাকান্দা গ্রামের বাসিন্দা ফারুক হাওলাদার ও তার পরিবারের ওপর অমানবিক সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
রবিবার (১৩ জুলাই) বেলা সারে ১২ টার সময় বাউফল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে সন্ত্রাসী হামলার শিকার হওয়া ফারুক হাওলাদার বলেন, পূর্ব বিরোধের সূত্র ধরে গত শনিবার (৫ জুলাই) দুপুরে একই এলাকার সন্ত্রাসী কবির হাওলাদার, তার ছেলে আবু সাইদ হাওলাদার অতর্কিতভাবে হামলা করে গুরুতর আহত করেন।
এখনো সন্ত্রাসীরা প্রতিনিয়ত আমাদের হত্যার হুমকি দিয়ে আসছে। আমরা তাদের ভয়ে এলাকায় যেতে পারছিনা। এ সময় মানববন্ধনে উপস্থিত হয়ে বিভিন্ন বক্তারা সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবি করেন।