
নিজস্ব প্রতিবেদক ::পটুয়াখালীর কলাপাড়ায় বৈদ্যুতিক তার গোছাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মোসা. ফরিদা বেগম (৪৫) নামের এক গৃহিনির মৃত্যু হয়েছে।
রোববার উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশনবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত্যু মোসা. ফরিদা বেগম নিশানবাড়িয়া গ্রামের রুহুল আমিন মুন্সির স্ত্রী।
স্থানিয়রা জানান, রোববার বিকেলে তার নিজ বাসায় বৈদ্যুতিক তার এলোমেলো ছিল, তারে বৈদ্যুতিক সংযোগ দেয়া ছিল তা না জেনে গোছাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়, স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কলাপাড়া হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
এ বিষয়ে কলাপাড়া থানা ওসি তদন্ত মো. ইলিয়াস তালুকদার বলেন, ফরিদা বেগম তার ছেলেদের চোখের সামনেই বিদ্যুৎপৃষ্ট হয়, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃত দেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।