
নিউজ ডেস্ক :: গৌরনদীতে স্বাস্থ্য সেবায় দুর্নীতি, দায়িত্বে গাফিলতি, টেস্ট বাণিজ্য এবং রোগীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় সাধারণ জনগণ।
সোমবার (১৪জুলাই) সকাল ১০টা থেকে পৌনে ১২টা পর্যন্ত গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে মহাসড়ক জুড়ে বিক্ষোভে ফেটে পড়ে জনতা। তারা “আমরা ব্যবসায়ী নয়, ডাক্তার চাই”, “সরকারি হাসপাতাল নয়, এটা হয়েছে কমিশন ক্লিনিক”, “মনিরুজ্জামান হটাও, স্বাস্থ্যসেবা বাঁচাও”—এমন স্লোগানে এলাকাকে উত্তপ্ত করে তোলে।
আন্দোলনকারীদের অভিযোগ করে বলেন সরকারি ল্যাব থাকলেও রোগীদের প্রাইভেট ক্লিনিকে পাঠানো হয় প্রেসক্রিপশনে কোড নম্বর দিয়ে, যার মাধ্যমে ডাক্তার কমিশন পান। এতে রোগীদের খরচ বাড়ছে এবং সরকারি স্বাস্থ্যসেবার উপর আস্থা নষ্ট হচ্ছে।
গৌরনদী পৌর যুবদল নেতা নুর উদ্দিন বলেন, “ডা. মনিরুজ্জামান সেবা দিতে নয়, কমিশন নিতে হাসপাতালে আসেন। তার কক্ষ থেকে পূর্বেও প্রাইভেট ল্যাবের রিসিট জব্দ করা হয়েছে।”
বিক্ষোভের সময় ডা. মনিরুজ্জামান কোনো বক্তব্য না দিয়ে চুপিসারে হাসপাতাল ত্যাগ করেন।
পৌনে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছান উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত তারা মৌরি, সহকারী কমিশনার (ভূমি) মো. রাজীব হোসেন এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
তারা বিক্ষোভকারীদের জানান, আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে গ্রহণ করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আগামী ২৪ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে গণতান্ত্রিক কর্মসূচিতে যেতে পারেন।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামীকাল সকাল ১০টার মধ্যে ব্যবস্থা না নিলে শুধু সড়ক অবরোধ নয়, ইউএনও অফিস ও ভূমি অফিস ঘেরাও করা হবে। এবার জনতার ধৈর্যের বাঁধ ভাঙবেই।