ঢাকাসোমবার , ১৪ জুলাই ২০২৫

মিডফোর্ডে নিহ*ত সোহাগের পরিবারে পাশে দাড়ালেন বিএনপির ভাইস চেয়ারম্যান নূর ইসলাম মনি

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ১৪, ২০২৫ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: মিডফোর্ডে সন্ত্রাসী হামলায় নিহত সোহাগের পরিবারের খোঁজ খবর নিতে আজ পাথরঘাটায় এসেছিলেন বরগুনা -২ আসনের সাবেক সাংসদ ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ নূরুল ইসলাম মনি।

তার আগমনকে কেন্দ্র করে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের হাইস্কুল মাঠ এক জনসমুদ্রে পরিণত হয়। যেখানে পাথরঘাটা উপজেলা বিএনপি ও বরগুনা জেলা বিএনপি সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

এক পর্যায়ে সেখানে মিডফোর্ডে সন্ত্রাসী হামলায় নিহত সোহাগের স্ত্রী ও দুই সন্তান সহ তার পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত হলে সেখানে একটি আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সোহাগের একমাত্র ছেলেকে দেখা মাত্রই তাকে কোলে তুলে নেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ নূরুল ইসলাম মনি।

সোহাগের শোকাহত পরিবারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সোহাগ একজন সক্রিয় বিএনপির নেতা ছিল।আমরা সেই ভিডিও দেখেছি,যেখানে সোহাগকে পাথর মেরে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সাথে সাথে অতি দ্রুত দোষীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

তিনি আরো বলেন, সোহাগের এই ঘটনাকে কেন্দ্র করে কিছু সুযোগবাদী রাজনৈতিক দল তাদের রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। তাদের কে স্পষ্ট ভাষায় বলতে চাই এই ঘটনার সাথে রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে ঘটেনি বরং এটি ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে ঘটেছে এবং এটি সত্যই অনাকাঙ্ক্ষিত।

এ সময় নিহত সোহাগের পরিবারের হাতে নগদ ৫০ হাজার টাকার অর্থ সহায়তা তুলে দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ নূরুল ইসলাম মনি এবং ভবিষ্যৎ সোহাগের পরিবারের প্রতি তার সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি করেন।