ঢাকাসোমবার , ১৪ জুলাই ২০২৫

সম্মিলিত উ*দ্যো*গ ছাড়া নারী নি*র্যা*ত*ন প্র*তি*হ*ত করা সম্ভব নয়

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ১৪, ২০২৫ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: নারীনির্যাতন, নারীর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পাথরঘাটা উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস’র সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কমিটির সভাপতি পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মহসিন হোসেন, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মনিরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক,

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর বেগম, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা কানিজ ফাতিমা,পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি আমিন সোহেল, জেন্ডার ইকুয়ালিটি এন্ড ক্লাইমেট এলায়েন্স’র সভাপতি উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, এনএসএস’র প্রকল্প সমন্বয়কারী নার্গিস ফাতিমা মুক্তিসহ নিকাহ রেজিস্ট্রার, শিক্ষক, এনজিও কর্মী উপস্থিত ছিলেন।

সভায় গত কয়েক বছরে পাথরঘাটা উপজেলায় নারী নির্যাতন ও বাল্যবিবাহের চিত্র তুলে ধরা হয়। নারী নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধ বা বন্ধে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই বলে মনে করেন উপস্থিত বক্তারা। এছাড়াও দুর্যোগের সময় সাইক্লোন শেল্টারে নারীর প্রতি সহিংসতা হয় বলেও মনে করেন তারা।

পরে পাথরঘাটা উপকূলে টেকসই দুর্যোগ সহনশীল নারীবান্ধব সাইক্লোন সেন্টার নির্মাণ, ঝড়ের সময় পর্যাপ্ত আলোর জন্য বিকল্প সৌর বিদ্যুৎ স্থাপন, সাইক্লোন শেল্টারে যাতায়াতের জন্য সড়ক নির্মাণ, দুর্যোগের সময় আশ্রয় নেয়া নারীদের জন্য আলাদা জায়গা নির্ধারণসহ নিরাপত্তা নিশ্চিত করন,

জলবায়ু দুর্যোগ সহনশীল নারী, শিশু ও প্রতিবন্ধীবান্ধব দেকসই সাইক্লোন শেল্টার নির্মাণের দাবিতে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর একটি স্বারকলিপি প্রদান করেন জেন্ডার ইকুয়ালিটি এন্ড ক্লাইমেট এলায়েন্স (জিকা)।