
নিজস্ব প্রতিবেদক :: গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠনের মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে বরিশাল জেলা ছাত্রদল।
সোমবার (১৪ জুলাই) বিকাল ৪ টায় নগরীর সিএন্ডবি মহাসড়ক সংলগ্ন ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের সম্মুখ থেকে জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ আসিফ আল মামুনের নেতৃত্বে এই কর্মসূচি শুরু হয়। মিছিলটি উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় তারা ‘তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমানের ভয় নাই রাজপথ ছাড়ি নাই’, ‘জিয়ার সৈনিক এক হও লড়াই করো’, ‘জামায়াত-শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার’,‘রাজাকারের ঠিকানা, এই বাংলায় হবে না’,‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’সহ বিভিন্ন স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তুলেন। মিছিলটির অগ্রভাগে নেতৃত্বদানকারী ছাত্রদল নেতা আসিফ আল মামুনের পিছনে শত শত কর্মীদের এসব স্লোগানে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। এর আগে গণমাধ্যমকর্মীদের দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, দেশজুড়ে মব সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। এর প্রভাব পড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানেও। যার ফলে শিক্ষার সুষ্ঠু পরিবেশও বিনষ্ট হচ্ছে। একইসাথে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় সন্ত্রাসীরা নেতিবাচক সব কর্মকান্ড বাস্তবায়ন করে জনকল্যাণমুখী দল বিএনপি’র ওপর দ্বায় চাপানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাদের এসব অবৈধ ও সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধে আমরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছি। জাতীয়তাবাদী ছাত্রদল সন্ত্রাসীদের বিরুদ্ধে সর্বদা শক্ত অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, মিটফোর্ডের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে, তারা সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করে ছাত্রদলের বিপক্ষে মব সৃষ্টি করেছে। অত্যন্ত দুঃখজনক হলো, তারা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামেও বিভিন্ন প্রোপাগান্ডা তৈরি করেছে। গত এক সপ্তাহে আরও কয়েকটি জঘন্য হত্যাকাণ্ড হয়েছে। এগুলো নিয়ে তারা কোনো শিক্ষার্থীকে বিভ্রান্ত করেনি। শুধু মিটফোর্ডের ঘটনা নিয়ে শিবিরের গুপ্ত কর্মীরা মব সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। দেশের সার্বিক শৃঙ্খলা বজায়ে ছাত্রদলের প্রতিটি কর্মী দেশপ্রেমের অংশ হিসেবে এসব নেতিবাচক সব কর্মকান্ডের প্রতিবাদে রাজপথে প্রতিবাদ গড়ে তুলবে।
অনুষ্ঠিত প্রতিবাদী মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আল আমিন, সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক তাজ ইসলাম, সহ ক্রিড়া সম্পাদক সাকিল আহমেদ হিমেল, কার্যনির্বাহী সদস্য অনন্যা কবির, আশিক মাহমুদ মুন্না, সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক রাহাত তালুকদার, চরমোনাই ইউনিয়নের সহ-সভাপতি কামরুল ইসলাম রিফাত, জেলা ছাত্রদলের আখি, স্বর্ণা, অনিক চন্দ্র নাথ, কাওছার বালী , আকিব, সাকিল আলম আশিক, রিয়াজ হোসেন তাসিন, সাইদুল, বায়েজিদ চৌধুরী, মেহেদী, তোহা প্রমুখ।