ঢাকামঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মানসিক ভা*র*সা*ম্য*হী*ন অবস্থায় উ*দ্ধা*র জনপ্রিয় অভিনেত্রী

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ১৫, ২০২৫ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘তুমি আশে পাশে থাকলে’-এর রাঙা কাম্মা চরিত্রে অভিনয় করা সুমি হর চৌধুরীকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি নিশ্চিত করেছে খন্দকার থানার পুলিশ।

সম্প্রতি তাকে বর্ধমান-আরামবাগ সাত নম্বর রাজ্য সড়ক দিয়ে হেঁটে যেতে দেখা যায়। হঠাৎ বৃষ্টির কারণে খণ্ডঘোষ ব্লকের আমিলা বাজারের বিশ্রামাগারে আশ্রয় নেন এই অভিনেত্রী।

এ সময় তিনি কখনো বলছেন, ‘আমি স্টার জলসায় অভিনয় করি।’ আবার বলছিলেন ‘আমার বাড়ি বেহালায়।’ ক্ষণেই বলছিলেন, ‘আমি বোলপুর থেকে এসেছি।’

স্থানীয়রা তার সঙ্গে কথা বলে জানতে পারেন তিনি স্টার জলসার জনপ্রিয় অভিনেত্রী। তবে তার ঠিকানা জানতে চাইলে সুমি বিভ্রান্তিকর উত্তর দেন। এরপর স্থানীয়দের সহায়তায়, পুলিশের তত্ত্বাবধানে তাকে মিশনারিজ অব চ্যারিটিতে রাখা হয়।
দীর্ঘদিন ধরে অভিনয় জগতে সক্রিয় ছিলেন সুমি হর চৌধুরী। টেলিভিশনের ধারাবাহিক নাটকের পাশাপাশি মঞ্চ অভিনয়েও ছিলেন নিয়মিত। এমনকি ২০২৫ সালের জানুয়ারিতেও তিনি একটি নাট্যদলের সঙ্গে কাজ করছিলেন। তবে কী কারণে তিনি বর্ধমান গিয়েছিলেন, তা এখনো জানা যায়নি।