নিউজ ডেস্ক :: নির্বাচন সুষ্ঠু হবে কি-না এটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে সন্দেহ আছে, জিএম কাদের।
সরকারের উদ্দেশে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বিএনপি-জামায়াত লাগবে না, ষোল কোটি মানুষ একটা করে ঢিল মারলে আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। পুলিশ ছাড়া আপনারা চলতে পারেন না।
সোমবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে উপজেলা দিবসের কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, নির্বাচন সুষ্ঠু হবে কি-না এটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে সন্দেহ আছে। যারা আওয়ামী লীগ করে এবং যারা আওয়ামী লীগপন্থী তারা ইউরোপের মতো জীবনযাপন করছেন। দেশকে বিভাজন করা হয়েছে। এই বিভাজন দারিদ্রের জন্ম দিচ্ছে।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের কথা বলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করছে।