
নিউজ ডেস্ক :: বরিশাল জেলার গৌরনদী-বাবুগঞ্জ উপজেলার সীমান্তবর্তী উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতায় গ্রামে বহিরাগত সন্ত্রাসীদের আনাগোনা ও মাদকে সয়লাব হয়ে গেছে। যেন দেখার কেউ নেই। আইন শৃঙ্খলার চরম অবনতি ও প্রশাসনের নীরব ভূমিকায় বেপরোয়া মাদক কারবারি ও সেবনকারীরা। আইন শৃঙ্খলার চরম অবনতি।
‘কোথায় পুলিশ, কোথায় প্রশাসন, প্রশ্ন জনমনে? সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়- প্রতিদিন সন্ধ্যা ঘনিয়ে এলে ঘনবসতি এলাকা কালিহাতা গ্রামের বিভিন্ন স্থানে হাত বাড়ালেই মাদক পাওয়া যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানিয়েছেন- পুলিশের কঠোর নজরদারি না থাকায় দিন দিন মরননাশক ইয়াবা ও গাঁজায় সয়লাব হয়ে গেছে। এতে মাদকাসক্ত হয়ে ধ্বংসের পথে যুব সমাজ। মাদকের ভয়াল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষায় পুলিশ ও প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। এভাবে মাদক ব্যবসা ও মাদক সেবনের আসর চলতে থাকলে ভবিষ্যতে ধ্বংস অনিবার্য। এছাড়া গভীর রাত পর্যন্ত বহিরাগতরা মোটরসাইকেল বহন করে মাদক বিক্রি করে থাকে। ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না কেউ।
এদিকে মাদক ক্রয়ের টাকা যোগান দিতে এলাকায় চুরি, ডাকাতি, জুয়া, চাদাবাজীসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ে মাদকসেবীরা। অপরদিকে মোবাইল জুয়ায় মেতেছে তরুণ-কিশোররা। এছাড়াও চাকরি বা ব্যবসা না করে মোটরসাইকেলে সারাদিন ঘুরে ফিরে কিভাবে বাজার থেকে বড় মাছটি ক্রয় করছেন বখাটে যুবকরা প্রশ্ন তোলেন সচেতন মহল।
মাদকের ভয়াল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করার দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন সচেতন মহল।