ঢাকারবিবার , ২০ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পল্লবীতে বিকল্প পরিবহনের বাসে আ গু ন

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ২০, ২০২৫ ১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: রাজধানীর পল্লবীতে বিকল্প পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে নাশকতাকারীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে বাসে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন বলেন, সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে আমাদের কাছে খবর আসে, পল্লবী সেকশন-২–এ বিকল্প পরিবহনের একটি বাসে কে বা কারা আগুন দিয়েছে। পরে আমাদের দুটি ইউনিট পাঠিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়। তবে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
কীভাবে আগুন লেগেছে জানতে চাইলে তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, এটি নাশকতা। তবে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি। কেউ হতাহত হয়েছে বলেও কোনো তথ্য আমাদের কাছে নেই।