
নিউজ ডেস্ক :: বরিশালের আগৈলঝাড়ায় ছাত্রলীগ নেতার উপর হামলা করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থা তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের আহুতি বাটরা গ্রামের নির্মল গাইনের ছেলে ও উপজেলা ছাত্রলীগ সদস্য নিহার গাইনকে শনিবার সন্ধ্যা উত্তর বাহাদুপুর বাজারের দক্ষিন পাশের সড়কে বসে পূর্ব বিরোধের জের ধরে মাগুরা গ্রামের বাবুল ব্যাপারী হামলা করে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা ছাত্রলীগ নেতা নিহারকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। এঘটনায় আগৈলঝাড়া থানার মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।