
নিউজ ডেস্ক :: মাদারীপুরের কালকিনিতে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো. বেল্লাল কাজী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন কালকিনি থানা পুলিশ।
রবিবার দিবাগত রাতে পৌর এলাকার ৭নং ওয়ার্ড উত্তর রাজদী গ্রামের কাঠের পুল সালাম বেপারীর ডেকরেটর দোকানের সামনে পাঁকা রাস্তার উপরে অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার এসআই মো. সালাউদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রিকালে হাতেনাতে আটক করা হয়। আটককৃত বেল্লাল কাজী পৌর এলাকার উত্তর রাজদী গ্রামের কেরামত কাজীর ছেলে।
কালকিনি থানার ওসি সোহেল রানা জানান বেল্লালের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়মিত মামলা দায়ের করা হয়া হয়।