ঢাকামঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫

দুমকি থানার ধ*র্ষ*ণ মাম*লার আ*সা*মি গাজীপুর থেকে গ্রে*ফ*তা*র

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ২৯, ২০২৫ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: পটুয়াখালীর দুমকি থানার ধর্ষণ মামলার আসামি মোঃ নাঈম হোসেন খাঁনকে গাজীপুর জেলার বাসন থানা এলাকা থেকে রবিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত নাঈম হোসেন খাঁন উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আঃ রহমান খানের ছেলে।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানার এসআই মোঃ সজীব হোসেনের নেতৃত্বে গাজীপুরের র‌্যাব এবং বাসন থানা পুলিশের সহায়তায় তথ্য প্রযুক্তির মাধ্যমে নাঈম হোসেন খাঁনকে গ্রেফতার করে।
উল্লেখ্য উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউনুস তালুকদারের মেয়ে মরিওম বেগম বাদী হয়ে গত ২৪.০৬.২৫ তারিখ নাঈম হোসেন খাঁনের নামে নারী ও শিশু নির্যাতন দমন ২০১৮এর৯(১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। বর্তমানে মরিওম বেগমের একটি ৮ মাসের কন্যা সন্তান রয়েছে।
এব্যাপারে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজ্ঞ আদালতের আদেশ ক্রমে আসামি এবং বাচ্চার ডিএনএ টেস্টের মাধ্যমে পিতৃত্ব নির্ধারণ করা হবে।