
নিউজ ডেস্ক :: দেশে প্রয়োজনীয় সংস্কার শেষে গণহত্যার দৃশ্যমান বিচারের পর পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চায় না। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা জীবন দিয়ে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছেন। কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দুর্নীতিবাজ দলের জন্য সেই সুযোগ আমরা নষ্ট হতে দেবো না।
মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যা ৭টায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করীম এসব কথা বলেন।
বিকেল ৪টায় গণসমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও প্রবল বৃষ্টিপাতের কারণে মূল সভা দেরিতে শুরু হয়। ৬টার পরে মঞ্চে আসেন প্রধান অতিথি।
মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেন, ‘যারা এর আগে রাষ্ট্র পরিচালনা করেছেন, তারা দেশে শান্তি আনতে পারেননি। দুর্নীতি, চাঁদাবাজি তারা বন্ধ করতে পারেননি। আবারও সেসব দল ক্ষমতার মসনদে গেলে তারা কেমন বাংলাদেশ উপহার দেবে তা আমাদের বুঝতে বাকি নেই।’
তিনি আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে। রাষ্ট্র সংস্কার এবং ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগের বিচার করতে হবে। আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে সেটাই দাবি জানিয়েছি। সংস্কার ও গণহত্যার বিচারের পর পিআর পদ্ধতিতে দেশে সুষ্ঠু নির্বাচন হতে হবে। এর অন্যথা করার চেষ্টা হলে আবারও জুলাই ফিরিয়ে আনা হবে।’
গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল আওয়াল, জেলা শাখার সভাপতি ডা. এইচ এম মোমতাজুল করিম, জেলা জামায়াতের আমির আলী আজম মোহাম্মদ আবু বকরসহ এনসিপির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।