ঢাকাবুধবার , ৩০ জুলাই ২০২৫

ঝালকাঠি জেলা আ.লীগের সভাপতি সরদার শাহ আলমের দা*ফ*ন সম্পন্ন

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ৩০, ২০২৫ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: ঝালকাঠি জেলা আওয়ামীলীগের সভাপতি সরদার মোঃ শাহ আলম না ফেরার দেশে গমন করেছেন। তিনি বুধবার ভোর রাতে পটুয়াখালী জেলার কুয়াকাটায় মেয়ে জামাই বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮১ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী ১ কন্যা সন্তানসহ বহু গুণগ্রাহি রেখে গেছেন।
তিনি দীর্ঘদিন ধরে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান ও বাস মালিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও অসংখ্য মসজিদ ও মাদ্রাসা কমিটির সভাপতি ছিলেন। তার গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের বেরমহল গ্রামে। তিনি ঝালকাঠি শহরের ডাক্তার পট্টি রোডে স্থায়ীভাবে বসবাস করতেন। তার বাবার নাম সরদার হাচেন আলী এবং মাতার নাম হাবিবুন নেছা।

তার মৃত্যুতে ঝালকাঠি জেলা জাতীয় পার্টিসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা শোক প্রকাশ করেছেন।

বুধবার (৩০ জুলাই ) বাদ আছর ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাযা শেষে শহরের পুরাতন কবর স্থানে তাকে দাফন করা হয়।