ঢাকাবৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের জো*র*পূ*র্ব*ক এনসিপির পদযাত্রায় নেওয়ার অভি*যোগ

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ৩১, ২০২৫ ১২:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়ার প্রত্যয়ে ঘোষিত জুলাই পদযাত্রায় টাঙ্গাইলে ক্লাস চলাকালীন জোরপূর্বক বিন্দুবাসিনী সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (৩০ জুলাই) দুপুরে বিন্দুবাসিনীর বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় বিভিন্ন স্লোগান দেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। এতে বক্তব্য দেন প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষার্থী সাইফুল বারী, প্রাক্তন শিক্ষার্থী তানজিল আহমেদ ও সজিব আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, এনসিপির নেতৃবৃন্দ বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ক্লাস রুমে প্রবেশ করে। এ সময় তারা অরাজনৈতিক কথা বলে শিক্ষকদের অনুমতি ছাড়াই শিক্ষার্থীদের এনসিপির সমাবেশে যেতে বাধ্য করে। একপর্যায়ে এনসিপির নেতৃবৃন্দের সাথে শিক্ষকদের কথা কাটাকাটি হয়। পরবর্তীতে বাধ্য হয়েই শিক্ষা প্রতিষ্ঠানটি ছুটি দেওয়া হয়। যারা শিক্ষার্থীদের রাজনৈতিক অনুষ্ঠানে যেতে বাধ্য করেছে আমরা তাদের শাস্তির দাবি করছি।
অভিযোগের বিষয়ে জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল বলেন, ছাত্রদেরকে প্রোগ্রামে আনার জন্য কে বা কারা এটা করেছে আমার জানা নেই। তবে ঘটনা শোনার সাথে সাথেই আমি স্কুলের প্রধান শিক্ষকের সাথে কথা বলে দুঃখ প্রকাশ করেছি। এছাড়াও আমি বলেছি প্রয়োজন হলে স্কুলের প্রতিটি ক্লাসে ক্লাসে গিয়ে আমি এর জন্য দুঃখ প্রকাশ করব। এছাড়া আমি আরও বলেছি- ভবিষ্যতে এ ধরনের অনাকাঙিক্ষত ঘটনা যাতে এনসিপির পক্ষ থেকে কেউ যাতে না করতে পারে সে ব্যাপারে কঠিন নজরদারি থাকবে।

তিনি আরও বলেন, আমি এ নিয়ে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করছি।
বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন বলেন, গতকাল মঙ্গলবার এনসিপির প্রোগ্রাম শুরু হওয়ার আগে এনসিপির নেতৃবৃন্দ স্কুলে এসেছিল। নেতৃবৃন্দ আমাদেরকে প্রথমে বলেছে স্বেচ্ছায় যারা প্রোগ্রামে যেতে চায় তাদেরকে যেতে দেন। এ বিষয়ে আমরা বলেছি আমাদের ক্লাস চলাকালীন কোনো ছাত্রকে বাহিরে যেতে দেব না। যথারীতি আমরা ষষ্ঠ ক্লাস নিয়ে স্কুল ছুটি দিয়েছি।

তিনি আরও বলেন, তবুও এনসিপির নেতৃবৃন্দ আমাদের কাছে দুঃখ প্রকাশ করেছে। তারা বলেছে ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপ হবে না।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সকালে শহরের শামছুল হক তোরণ থেকে জুলাই পদযাত্রা বের হয়। পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের নিরালা মোড়ে পথসভায় মিলিত হয়।