
নিজস্ব প্রতিবেদক :: বরগুনার আমতলী পৌর যুবলীগের সভাপতি ও বরগুনা জেলা পরিষদের সাবেক সদস্য এ্যাডভোকেট মো: আরিফ-উল-হাসানকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (৩০ জুলাই) বিকেলে তাকে গ্রেফতার করা হয়। ঢাকার বাটারা থানার সন্ত্রাস বিরোধী একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।
আমতলী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান জানান, ঢাকার বাটারা থানার একটি মামলায় তিনি এজাহারভূক্ত আসামী। তাকে গ্রেফতার করে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে।