শামীম আহমেদ :: বরিশাল নগরীতে মহানগর বিএনপি মর্শাল মিছিল।
অবৈধ ভোটার বিহীন সরকারের পদত্যাগ,নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবী আদায়ে ও নির্বাচন কমিশন ঘোষিত এক তরফা গণবিরোধী তফসিল বাতিল ও প্রত্যাখান করা সহ অন্যায়ভাবে মির্থা মামলা দিয়ে বিরোধী দলীয় নেতা কর্মীদের আটক সকল নেতা কর্মীদের মুক্তির একদফা দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সমমনা দলের ডাকা অষ্টমবারের মত বুধবারের অবরোধ সফল ও বৃহস্পতিবারের সহ হরতাল পালন করার লক্ষে বরিশাল-পটুয়াখালী অভ্যন্তরীন সড়ক ও নগরীর সিএন্ডবি সড়কে এক মর্শাল মিছিল বেড় করে বরিশাল মহানগর বিএনপি।
বুধবার (২৯) নভেম্বর রাত সাতে সাতটায় বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক জিয়া উদ্দিন সিকদারের নেতৃত্বে ও কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনোকুল ইসলাম টিপুর আকস্বিক উপস্থিতিতে মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ড অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের সমন্বয়ে সিএন্ডবি সড়কে এক ঝটিকা মর্শাল মিছিল বেড় করে সরকারের পদত্যাগ, অবৈধ নির্বাচনি তফসিল বাতিল সহ নেতা কর্মীদের মুক্তির দাবী জানিয়ে শ্লোগান দিয়ে সড়ক প্রদক্ষিণ করে। এসময় উক্ত এলাকার সড়কের দু’পাশে দাঁড়িয়ে থাকা পথচারিরাও হাততালি দিয়ে সমর্থন জানাতে দেখা যায়।