ঢাকাসোমবার , ৪ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে জামায়াত নেতার বি*রু*দ্ধে জমি দ*খ*লে*র অ*ভি*যো*গ

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ৪, ২০২৫ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: বরিশালের বাবুগঞ্জে ইউনিয়ন জামায়াত নেতার বিরুদ্ধে অন্যের জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জমি মালিক জামাল হোসেন হাওলাদার।

জানা গেছ, উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা জামাল হোসেন হাওলাদারের চাচাতো ভাই পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন জামায়াতের রোকন আব্দুস সালাম আজাদী রাতের আঁধারে অন্যের জমিতে ঘর উত্তোলন করে দখলে নেয়। এমনকি দলীয় নেতাকর্মীদের নিয়ে পাহারা দিয়ে জমি মালিককে ওই এলাকায় ঢুকতে দিচ্ছে না।

জামাল হোসেন হাওলাদার বলেন, আমার বাবা মৃত মতিউর রহমান ২০০৩ সালে চাঁদপাশা মৌজার ৪০৭নং খতিয়ানে ১০ শতাংশ জমি ক্রয় করে। ওই জমিতে আমরা বিভিন্ন গাছ রোপণ করে বাড়ি করার পরিকল্পনা করেছি। আমার চাচাতো ভাই ১১ জুলাই ভোর রাতে আমাদের ক্রয়কৃত জমি লোকজন নিয়ে দখলে নেন এবং রাতেই সেখানে ঘর তোলেন। শুধু ঘরই তুলেনি তিনি আমাদের রোপণ করা গাছগুলো কেটে ফেলেছেন।

জামাল বলেন, সর্বশেষ ঘটনাসহ থানায় মোট পাঁচটি অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু আমার চাচাতো ভাই জামায়াতের লোক হওয়ায় ভয়ে কেউ সহায়তা করছে না। তিনি দলীয় প্রভাব কাজে লাগিয়ে আমাদের জমিতে যেতে দিচ্ছে না। আমাকে প্রকাশ্যে বিভিন্ন হুমকি দিচ্ছে।

অভিযুক্ত জামায়াত নেতার বক্তব্য পাওয়া না গেলেও তার ছেলে মো. মুজাহিদ বলেন, আমাদের অন্য জায়গার জমি জামাল হোসেনরা দখল করে রেখেছে। সেই জমি তারা ছাড়ছে না তাই আমরা তাদের জমিতে ঘর তুলেছি। আমাদের জমি ছেড়ে দিলে আমরাও জমি ছেড়ে দেব।

অভিযোগের তদন্ত কর্মকর্তা মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ইদ্রিস আলী বলেন, অভিযোগের বিষয়ে বৈঠকের কথা ছিল। তবে আমাদের থানা এলাকায় আলোচিত একটি হত্যাকাণ্ড নিয়ে আমরা ব্যস্ত থাকায় বসা হয়নি। পরবর্তী সময়ে আমরা অভিযোগ নিয়ে তদন্তে বসব।