
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ৩৭ পিস ইয়াবাসহ আটক, ১
বরিশালের এয়ারপোর্ট থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে ৩৭ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, ১৯ আগস্ট ২০২৫ (সোমবার) সন্ধ্যা ৭:১৫ মিনিটে , এয়ারপোর্ট থানাধীন চৌহুতপুর মাধ্যমিক বিদ্যালয়ের সংলগ্ন পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সোহেল হাওলাদার সাজু (৩০) কে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে পলিথিনে মোড়ানো মোট ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির সিকদার জানান, এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এয়ারপোর্ট থানার ওসি মোঃ জাকির শিকদার আরো জানান , গ্রেফতারকৃত সোহেল হাওলাদারের বিরুদ্ধে ইতিপূর্বে মাদক, চুরি ও একটি ধর্ষণ মামলাসহ মোট তিনটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
তিনি জানান মাধক বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।